Header Ads

Header ADS

How to Host a Domain Name for Free – Free Web Hosting
কি ভাবে আপনার ডোমেনটি ফ্রিহোস্টিং BYETHOST এ যোগ করবেন



How to Host a Domain Name for Free – Free Web Hosting<br>
কি ভাবে আপনার ডোমেনটি ফ্রিহোস্টিং BYETHOST এ যোগ করবেন
হ্যালো বন্ধুরা,
 TopTeachBD ব্লগারে আপনাকে স্বাগতম।  আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে BYETHOST এ ডোমেন যোগ করতে হয়
ধাপ-১:প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করুন লগিন করুন
cpanel.byethost.com

ধাপ-২:এবার Addon Domains এ ক্লিক করুন


ধাপ-৩:দেখুন ৫ টা nameserver দিয়েছে।এই ৫ টা nameserver আমাদের ডোমেনের nameserver এ যোগ করতে হবে।।
ধাপ-৪:আমরা আগেই myfreenom থেকে ডোমেন ফ্রি নিয়েছি।আর যারা এখনো ডোমেন ফ্রি নিতে পারেননি তারা নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিন কি ভাবে ফ্রি ডোমেন নিবেন।।
How to get free domain easily?
আর যারা ডোমেন ফ্রি বা কিনেছেন তারা নিচের পদক্ষেপ অনুসরণ করে nameserver যোগ করুন।।
প্রায় সব Domain Service দিয়া সাইট এর কাজ একই।। যেহেতু আমরা myfreenom তেকে ডোমেন নিয়েছি তাই এই সাইটে দেখাবো
my.freenom.com
 ওপেন করে আপনার Gmail আর Password দিয়ে Loginকরুন
ধাপ-৫: এখন services থেকে My Domains এ ক্লিক করুন

ধাপ-6:যে ডোমেনটি Byethost এ যোগ করবেন তার Manage Domain এ ক্লিক করুন

ধাপ -৭:এবার use custom nameserver এ ক্লিক করুন।
Byet host এ যে ৫টা Nameserver পেয়েছিলাম তা এখানে একটা একটা করে লিখে দিন।
এবার Change nameserver এ ক্লিক করুন।

 
Domain এ nameserver যোগ করা হয়ে গেল।

ধাপ-৮:New Domain name এ আপনি ডোমেন নামটি লিখুন।।
এবার Add Domain এ ক্লিক করুন
আপনার ডোমেন টি Byethost এ যোগকরা হয়ে গেল।।



No comments

Powered by Blogger.